Site icon Daily Dhaka Press

টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর প্রত্যাবর্তন

টাঙ্গাইল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল টাঙ্গাইল ৮ টি আসনে বিভিন্ন জায়গায় হোঁচট খেয়েছে নৌকা। স্বতন্ত্র হিসেবে ঈগল ও ট্রাক বিভিন্ন জায়গায় জয়লাভ করেছে।

সরকারের মন্ত্রী পরিষদ ও আওয়ামী লীগ থেকে বাদপড়া হেভিয়েট নেতা লতিফ সিদ্দিকী আবার তার আসন পুনরুদ্ধার করেছেন।

কালিহাতী আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নৌকা প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার।ঘাটাইল আসন থেকে নৌকা হারিয়েছেন অধ্যাপক ডা: কামরুল ইসলাম খান।এখানে জয়লাভ করেছেন আমানুর রহমান খান রানা।

টাঙ্গাইল সদর আসন থেকে নৌকা হারিয়েছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ। এখানে জয়লাভ করেছেন সাবেক এমপি মোঃ সানোয়ার হোসেন। টাঙ্গাইলের ৮টি আসনে বিজয়ীদের নাম হলো,

১-ডঃআব্দুর রাজ্জাক ভোলা
২-তানভীর হাসান ছোট মনির
৩-আমানুর রহমান খান রানা
৪-আব্দুল লতিফ সিদ্দিকী
৫-মোঃ ছানোয়ার হোসেন
৬-আহসানুল ইসলাম টিটু
৭-খান আহমেদ শুভ
৮-অনুপম শাহজাহান জয়

Exit mobile version