দেড় দশক পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। গতকাল রোববার বিকেলে দুই নাতনিকে নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি।
সেখানেই তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। এর আগে সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তিনি।
আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এ আসন শূন্য হয়। পরে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর জ্যেষ্ঠ সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক।
দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ভোট দিতে পারেননি আবদুল হামিদ। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৈতৃক বাড়ি কামালপুরে অবস্থান করছেন তিনি। তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।