ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার তারুণ্যনির্ভর সংগঠন ‘পূ্র্বাচল ইয়ুথ ক্লাব’-এর ২০২৪-২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) ক্লাবের নিজস্ব কার্যালয়ে সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গিয়াসউদ্দিন আহমেদ তুষার। এছাড়াও সহ সভাপতি হিসেবে মশিউর রহমান মিল্টন, সহ সাধারণ সম্পাদক তৌফিক অপু, কোষাধ্যক্ষ আতিক জামান পারভেজ নির্বাচিত হন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তৌহিদুজ্জামান নিপু, দপ্তর সম্পাদক মামুন কবির, প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান, কল্যাণ সম্পাদক সাঈদ উদ্দিন শিশির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মুহাম্মদ শামীম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম আকাশ নির্বাচিত হন।
নতুন কমিটিতে ৯ জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ২ বছরের জন্য কমিটি ক্লাবের সার্বিক উন্নয়ন ও সমাজসেবার জন্য কাজ করবে।
ক্লাবটি ইতোমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে। এ ব্যাপারে ক্লাবের নতুন সভাপতি জানান, নতুন কমিটির সবাইকে নিয়ে সে সুনাম আরও বৃদ্ধি করার জন্য কাজ করে যাবো, ইনশা আল্লাহ।