কিশোরগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসনে ৪২ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। যারা জামানত হারালেন তারা হলেন-
কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) জাতীয় পার্টির ডা. মো. আব্দুল হাই (লাঙল), গণতন্ত্রী পার্টির এ্যাড. ভ‚পেন্দ্র চন্দ্র ভৌমিক (কবুতর), এনপিপির আনোয়ারুল কিবরিয়া (আম), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোবারক হোসেন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট পার্টির মোঃ আব্দুল আওয়াল (ছড়ি), ইসলামী ঐক্যজোটের মোঃ আশরাফ উদ্দিন (মিনার)।
কিশোরগঞ্জ- ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) ¯^তন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান (ট্রাক), গণতন্ত্রী পার্টির মোঃ আশরাফ আলী (কবুতর), বিএনএফ’র মো. বিল্লাল হোসেন (টেলিভিশন), এনপিপির আলেয়া (আম), গণফ্রন্টের মীর আবু তৈয়ব মোঃ রেজাউল করিম (মাছ)।
কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল-করিমগঞ্জ) ¯^তন্ত্র প্রার্থী মো. রুবেল মিয়া (ট্রাক), ¯^তন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), ¯^তন্ত্র প্রার্থী মো. গোলাম কবির ভ‚ঞা (কেটলী), এনপিপি’র মোহাম্মদ আমিনুল ইসলাম (আম) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ওমর ফারুক (মিনার), গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভ‚ঁইয়া (কবুতর)।
কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এনপিপি’র মো. জয়নাল আবদিন (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খান (মোমবাতি), বাংলাদেশ কংগ্রেসের আব্দুল মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের শরীফ আহসান (গামছা), জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙল)।
কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইমদাদুল হক (মোমবাতি), জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম (লাঙল), তৃণমূল বিএনপি’র মোঃ সোহরাব হোসেন (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ রবিন মিয়া (ছড়ি)।
কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন (মোমবাতি), এনপিপি’র তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির হেলাল উদ্দিন (একতারা), জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল (লাঙল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুছ ছাত্তার (ঈগল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আয়ুব হুসেন (ছড়ি) জামানত হারিয়েছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.