চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম শহরে চরম গ্যাস সংকট সমাধানের দাবীতে আগামীকাল ১০ জানুয়ারি চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ষোলশহরস্হ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অফিসের সামনে আগামীকাল ১০ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনের পর গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্হপনা পরিচালককে স্মারকলিপি প্রদান করা হবে।
গ্যাস অফিসের সামনে কর্মসুচী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্য বেলা সাড়ে ১১ টায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ও চট্টগ্রামে গ্যাসের সংকটে ভুক্তভোগীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো: কামাল উদ্দিন আহবান জানান।