Site icon Daily Dhaka Press

ব্রাহ্মণবাড়িয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিনগত রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা এলাকার খোরশেদ আলীর ছেলে মো. কাছম আলী,  একই এলাকার ডাক্তার আলীর ছেলে রিয়াদ মিয়া ও কাছম আলীর ছেলে জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গত ৩ নভেম্বর শুক্রবার বিকেলে জেলা সদর উপজেলার গৌতমপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম শফিকের চাচাতো ভাই বাকপ্রতিবন্ধী আব্দুল্লাহর সঙ্গে কাছম আলী পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাছম আলীর লোকজন গৌতমপাড়ার ধন মিয়া খন্দকারের ছেলে শফিকে সদর উপজেলার ঘাটুরা পেট্রল পাম্পের সামনে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শফিকের ভাই বাদী হয়ে কাছম আলীকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

Exit mobile version