নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে প্রাইভেট কারের চালক নিহত ও এক আরোহী আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, প্রাইভেট কারটি উত্তরা থেকে আসছিল। পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর সেটি নষ্ট হয়ে যায়। এ সময় প্রাইভেট কারটিকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। বাসটি জব্দ করা হলেও, সেটির চালক পলাতক।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক মো. মিলনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। এই ঘটনায় যাত্রী মো. মাহফুজের হাত-পা ভেঙে গেছে। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.