Site icon Daily Dhaka Press

জাবিতে প্রাথমিক চিকিৎসা সেবার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেড এর সহযোগিতায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এর শিক্ষার্থী এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত স্বাস্থ্যঝুকি ও ব্যবস্থাপনার অংশ হিসেবে কর্মশালাটি আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নুহু আলম। এতে প্রায় ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক সুপ্রিয়া সাহা এবং মোল্লা তহিদুল ইসলাম নয়ন অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, সিপিআর, শক ও শক এর প্রতিকার, রক্তপাত ও তার ব্যবস্থাপনা, ক্ষত ও পরিচর্যা, পোড়া ও তার ব্যবস্থাপনা, ফিট, মুর্চ্ছা, ও জ্ঞান হারানো, হাড় ভাঙ্গা ও অনড়করণ, বিষক্রিয়া ও কামড়, আহত/অসুস্থ ব্যক্তি পরিবহন বিষয়য়ের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুহু আলম বলেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে প্রতিনিয়ত কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

বিভাগের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আশা করি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা পেশাগত স্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কারী পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাখওয়াত হোসেন বলেন, পেশাগত স্বাস্থঝুকি বাংলাদেশে অন্যতম একটি জনস্বাস্থ্য সমস্যা এবং এর ব্যবস্থাপনায় দেশে যথেষ্ঠ গবেষণা ও মানবসম্পদ নেই।

এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করবে যা তাদের কর্মজীবনে পেশাগত স্বাস্থ্যঝুকি মোকাবিলায় সহায়ক হিসেবে কাজ করবে। প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণ একটি জীবনমুখী প্রশিক্ষণ যা জীবনের প্রতিটি স্তরে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারবে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আরো বেশি পরিমাণে আয়োজন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।

অনুষ্ঠান শেষে জিআইজেড এর পক্ষ থেকে দুটি আধুনিক ফার্স্ট এইড বক্স অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কারীর কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে নিয়মিত বিভিন্ন ধরনের কর্মশালা ও সেমিনার আয়োজন করা হয়। শিক্ষা এবং গবেষণার মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী ভূমিকা পালন করছে।

Exit mobile version