Site icon Daily Dhaka Press

নজরুলের হ্যাট্রিক জয় : মন্ত্রী হওয়ার সম্ভাবনা

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসনে টানা তিনবার এমপি হয়ে হ্যাট্রিক করলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১০০টি কেন্দ্রের মধ্যে আলহাজ নজরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১১২৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮৬৪ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহাম্মদ আব্দুস সামাদ (মোমবাতি) প্রতীক পেয়েছেন ৫২৩১ ভোট।

গত ৭ জানুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। চট্টগ্রাম-১৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। প্রার্থী সংখ্যা ছিল ৮ জন। আজ ১০ জানুয়ারি বুধবার সকালে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত এমপি আলহাজ্ব মো নজরুল ইসলাম চৌধুরী।

তিনি শিক্ষাগত যোগ্যতায় বিএ (পাস) এবং একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৯ সালে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠেতা সভাপতি ছিলেন। এছাড়াও ১৯৯০ থেকে২০০২ (২ মেয়াদে) চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তিনি গত একাদশ সংসদের প্যানেল স্পিকার ছিলেন । দক্ষিণ চট্টগ্রামে তিনবারের নির্বাচিত ও বয়োজ্যেষ্ঠ এমপি হওয়ায় তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানায়। গত একাদশ সংসদে চট্টগ্রাম , আনোয়ারা থেকে নির্বাচিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি, রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত ড. হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কোতোয়ালি থেকে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী ছিলেন।

এবার তাদের মধ্যে যে কেউ নাও থাকতে পারে আবার থাকতেও পারে নতুন মন্ত্রী সভায়। সবকিছু এখন নির্ভর করছে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।
অন্যদিকে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে পটিয়া থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও মিরসরাই থেকে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন এমপির পুত্র মো মাহবুব উর রহমান রুহেল এমপি হয়ে চমক সৃষ্টি করেছেন।

একদিকে মোতাহেরুল ইসলাম বয়োজ্যেষ্ঠ ও অন্যদিকে রুহেল মন্ত্রীপুত্র। এ দুজন নতুন মন্ত্রী সভার আসার পথে এখন বেশ আলোচনায় আসছে। নতুন সমীকরণে তাদের কারো ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এদিকে মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর সাংগঠনিক দলীয় সভাপতি হওয়ায় বেশ আলোচিত। দলীয় একাধিক সূত্র জানায় এবার নতুন মন্ত্রী সভায় চমক আসতে পারে।

চমকের আলোচনায় মোতাহেরুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী ও মাহবুব উর রহমান রুহেল এর সাথে মানুষের মুখে মুখে তুমুল আলোচনা চলছে মহিউদ্দিনপুত্র নওফেলের পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা। আগামীকাল সন্ধ্যায় নতুন মন্ত্রী সভার শপথ হওয়ার কথা রয়েছে।

Exit mobile version