স্টাফ রিপোর্টার: বাসায় তিন বছরের ছোট্ট শিশু। অফিস শেষে তাড়া ছিল বাসায় ফেরার। কিন্তু অফিস শেষে এই ফেরাই যে শেষ হবে জানতেন না দীপান্বিতা বিশ্বাস।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মৃত্যু হয় দীপান্বিতার। বাসায় ফেরা হয় না তার।
পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত করছে বিষয়টি।
এ বিষয়ে নিহত দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন দীপান্বিতা।
রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। দীপান্বিতার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।
তিনি বলেন, দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসেবে রাজধানীর সদরঘাট শাখায় কর্মরত ছিলেন।
রমনা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীপান্বিতা নামে একজন নারী ব্যাংক কর্মকর্তার মাথায় ইট পড়ে মৃত্যু হয়েছে।
তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.