Site icon Daily Dhaka Press

চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনের দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে দীর্ঘদিন যাবত গ্যাসের চরম সংকট সৃষ্টি হয়েছে, প্রতিদিন রাত থেকে দিনের ৩/৪ টা পর্যন্ত বিভিন্ন লাইনে গ্যাস থাকেনা। মাঝে মধ্যে পূর্ব ঘোষণা ছাড়া একেবারে ২৪ ঘন্টার জন্যও গ্যাস বন্ধ করে আসছেন কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড।

চট্টগ্রামে শিল্প ও বাণিজ্যিক এবং আবাসিক এলাকায় ঘন্টার পর ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস সংকট সমাধানের দাবীতে চট্টগ্রামের ভুক্তভোগীদেরকে নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন পূর্বক গতকাল ১০ জানুয়ারী ২০২৪ বেলা ২টায় চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু চাকলায়েন এর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি মাজাহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো: কামাল উদ্দিন, ফোরাম নেতা জসিম উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, সেলিম উদ্দিন, মঈন উদ্দিন মহসিন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নুর, আকবরশাহ থানা শ্রমিক লীগের সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, তসলিম খা, স ম জিয়াউর রহমানসহ অসংখ্য নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান পূর্বে স্মারক লিপি দেওয়া ও মানববন্ধন কর্মসূচি পালন বিষয়ে বিস্তারিত বর্ননা উপস্থাপন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন।

এসময় ব্যবস্থপনা পরিচালককে জরুরি ভিত্তিতে গ্যাস সংকট নিরসনের জন্য আহবান জানিয়ে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, আমরা চট্টগ্রামবাসী গ্যাস সংকটের কারণে বড় ধরণের সমস্যায় আছি। আমাদের গ্যাস সংকট আগামী ১৫ দিনের মধ্যে সমাধান না হলে আমরা ভুক্তভোগীদেরকে সাথে নিয়ে জোরালো আন্দোলনের কর্মসুচী দিতে বাধ্য হবো।

সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী বলেন, দীর্ঘ বছর যাবত চট্টগ্রামে গ্যাস সংকট চলে আসছে তার কোন স্থায়ী সমাধান হচ্ছে না। গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা সৃষ্টি হচ্ছে।

স্মারকলিপি গ্রহণ পূর্বক সমস্যা সমাধান করার জন্য আন্তরিকভাবে উদ্যোগ নেবেন বলে আশ্বাস প্রদান করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু চাকলায়েন।

Exit mobile version