কিশোরগঞ্জ প্রতিনিধি: পৌষের শেষ সময়ে কিশোরগঞ্জে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সকাল থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লে ও সূর্যের দেখা নেই। কিশোরগঞ্জে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত বাড়বে। তবে শীতের তীব্রতা আগামীকাল শনিবার থেকেই কমতে শুরু করবে। আবার আগামী মঙ্গলবার থেকে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে।
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলীতে।
পৌষে ঠান্ডার তীব্রতায় সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছেন। পশুপাখিরও কাহিল অবস্থা। কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ অনেকটা কুঁকড়ে গেছেন।
শীতবস্ত্রের অভাবে গ্রামগঞ্জে দিনভর খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের জন্য অনেকে ধরনা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.