লাইফস্টাইল ডেস্ক: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কোলাজেন বেশ জনপ্রিয় একটি পণ্য। বাংলাদেশ ও এর কদর অনেক। তবে কোলাজেন পণ্যটি বাইরে থেকে আমদানি করে আনা হতো, দেশীয় কোন কোম্পানির নিজস্ব কোলাজেন ছিল না।
সুখবর হচ্ছে,আমলকি কোম্পানি এবার নিজস্ব কোলাজেন বাজারে এনেছে। ভেগা ন্যাচারাল থাইল্যান্ডের সহযোগিতায় আমলকি এবার বিউটি প্রোডাক্ট কোলাজেন বাজারজাত করছে। এ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে একটি সংবাদ সম্মেলন করে আমলকি
আয়োজনে আমলকির কর্ণধার হিসেবে উপস্থিত ছিলেন, নন্দিতা শারমিন ম, ভেগা ন্যাচারাল থাইল্যান্ড এর পক্ষ থেকে ছিলেন অন্ত করিম। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, জনপ্রিয় মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা সহ আরো অনেক।
প্রেস ব্রিফিংয়ে আয়োজক তাদের পণ্যের নানাবিধ গুণগত মান তুলে ধরেন। এছাড়া প্রোডাক্ট এর গায়ে রয়েছে দিকনির্দেশনা। যা ক্রেতাকে সঠিক গাইডলাইন দিতে সক্ষম।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.