কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লাকী (৬০) কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত জাহান মাস্টারের পুত্র। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকার এলজিইডি ভবনের সামনে অভিযান পরিচালনা করে ২২০ পিচ ইয়াবা ও নগদ ৭২০ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।