Site icon Daily Dhaka Press

সরাইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: মাফুকুর রহমান জ্যাকি,ব্রাহ্মণবাড়িয়া:
সরাইলে ৯৫০ পিস ইয়াবাসহ সুমন কুমার দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সরাইল থানাধীন সদর ইউনিয়নের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে অভিযান চালিয়ে সুমন কুমার দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সুমন কুমার দাস কুমিল্লা দেবীদ্বার উপজেলার পটিয়া পাড়া গ্রামের মৃত শান্তি রঞ্জন দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার চলমান মাদক উদ্ধার গ্রেপ্তারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করাকালে এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মো. আবু তাহের, এএসআই (নিরস্ত্র)/ মো. শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সরাইল থানাধীন সদর ইউনিয়নের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে অভিযান চালিয়ে সুমন কুমার দাসকে গ্রেপ্তার করেন পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version