লাইফস্টাইল ডেস্ক : নারী উদ্যোক্তাদের সংগঠন অর্গানাইজেশন ফর ওমেন্স এন্টারপ্রেনার্স (ও ডব্লিউ ই) এর বনশ্রী ডি ব্লকে ১৩ জানুয়ারী সন্ধ্যায় তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে।
পণ্যের প্রকারভেদে উদ্যোক্তাদের বিভিন্ন ভাগে ভাগ করে শ্রমটি সাজানো হয়েছে। এতে অতি অল্প খরচে উদ্যোক্তারা একটি বড় শোরুমের মালিকানা পাওয়ার সুযোগ পেয়েছে।
যেখানে অনায়াসে তাদের তৈরি নিজস্ব পণ্য বিক্রয় করতে পারবে। শোরুমটি উদ্বোধন করতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, জনপ্রিয় অনলাইন উদ্যোক্তা ড্রেস আপ এর ম্যানেজিং ডিরেক্টর সেলিনা বাবর পপি এবং সিইও আসিফ ইকবাল হেমন্ত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এ ব্যাপারে ও ডব্লিউ ই এর সাধারণ সম্পাদক আল-নুর জানান, আমাদের মূল লক্ষ্য সদস্য সংখ্যা বৃদ্ধি নয়।
বরং যে কজন সদস্য আছে তাদের প্রত্যেকের আর্থিক উন্নয়ন নিশ্চিতকরণ। আমাদের এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা একটা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতা সব সময় আমাদের কাম্য।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.