Site icon Daily Dhaka Press

চড় থাপ্পড় দিয়ে পথরচারীদের সব ছিনিয়ে নেয় তারা!

স্টাফ রিপোর্টার : রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ পারভেজ (২৭) ও মোঃ জীবন (২৪)। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করে পুলিশ।

রবিবার ( ১৪ জানুয়ারী) দুপুরে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে তেজগাঁও থানার ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজন পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত পারভেজ ও জীবন পেশাদার ছিনতাইকারী। পারভেজের বিরুদ্ধে ৭ টি এবং জীবনের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তারা দুইজন ফার্মগেট এলাকায় ঘুরোঘুরি করেন। সাধারণত একাকী পথচারী তাদের প্রধান টার্গেট। তারা নির্জন স্থানে ওঁৎ পেতে থাকেন। এরপর ওই পথে কেউ গেলে তাকে আটকিয়ে চড় থাপ্পড় দিয়ে মোবাইল, মানিব্যাগ কেড়ে নেন।

তাদের কাজে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে ছুরিকাঘাত করতে তারা দ্বিধা বোধ করে না। গতকাল রাতেও এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করা হয়।

Exit mobile version