
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকালে রেডক্রিসেন্ট কার্যালয়ে এই কম্বল বিতরণের উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ শাখার সেক্রেটারী মোঃ লুৎফুর রহমান চৌধুরী হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান, যুব প্রদান শুভ্র বনিক প্রান্ত ও যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ৪০০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।