
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশাল নাজিরা বাজারের বাসার নিচ থেকে গত ৭ ই জানুয়ারি আনুমানিক দুপুর ১:৩০ মিনিটের সময় নিখোঁজ হয়েছে সাউদা (১২) নামের একটি মেয়ে । মেয়েটির পিতার নাম তারেক, মাতার নাম ময়না ।
এ ব্যাপারে গত ৯ ই জানুয়ারী বংশাল থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন তার মা ময়না। জানা যায়, গত ৭ ই জানুয়ারি ১৬ নাজিরা বাজারের মিলন হাজীর বাড়ীর নিচ থেকে সাউদা নিখোঁজ হন।
সাউদার গায়ের রং ফর্সা, লম্বা চুল, চার ফুট এক ইঞ্চি উচ্চতা। জিডি বিবরণে জানা যায়, সাউদা বাসার নিচ থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি । যদি মেয়েটির কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে সাউদার মা ময়নার মোবাইল নাম্বারে জানাবেন (০১৮৭৫৩৩০২৭৩) । বংশাল থানার সাধারণ ডায়রী নং ৩২৮ তাং ৯/১/২০২৪ ইং । এ ব্যাপারে বংশাল থানার তদন্ত অফিসার এস,আই মো,আরিফুর রহমানের অগ্রগতি জানতে চাইলে তিনি জানান আমরা তদন্ত করছি।
কিন্তু কোন ক্ল না থাকায় ও মোবাইল ব্যবহার না করায় তার কোন হদিস পাচ্ছিনা। মেয়ের আত্নীয় স্বজনদের বাড়ীতে খোঁজ নিতে ময়নাকে বলেছেন।