ছবি : ভুক্তভোগী নজরুল
এম এ রাশেদ বগুড়া : বগুড়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৪৫) সে দীর্ঘদিন যাবত সপ্তপদী মার্কেটের সামনে টেবিল বিছিয়ে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করে আসছিল।
ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, আমি প্রতিদিন রাত ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করি। প্রতিদিনের ন্যায় ব্যবসায়ের কার্যক্রম শেষ করে গত শনিবার দিবাগত রাত ১৪ তারিখ আনুমানিক রাত ২.৩০ মিনিটে দোকান বন্ধ করে সাতমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে রওনা হওয়ার সময় বগুড়া সদর থানার জামিলনগর ইদ্রিস আলী (৬৫) এর বাসার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা (২) জন ব্যক্তি মোটর সাইকেল যোগে আসিয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমার মোটর সাইকেলের সামনে আসে এবং আমার মোটর সাইকেল থামাতে বললে আমি আমার মোটর সাইকেলটি থামায়।
এমত অবস্থায় অজ্ঞতা নামা ব্যক্তিরা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে এবং আমার হাতে থাকা ৪ লক্ষ ৫০ হাজার টাকার ব্যাগ জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এই ঘটনায় পর আমি সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। এই বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সাহিনুজ্জামানের জানান, আমরা টাকা ছিনতাই এর একটি অভিযোগ পেয়েছি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.