নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মাইক্রোবাস। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত মোহাম্মদ রুবেল (৩০) ও মোহাম্মদ ফরহাদ (২৮) নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশায় টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে মাইক্রোবাসটি সড়কের পাশের ট্রাফিক বক্সে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ গাড়িটি সরিয়ে নেয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বলেন, টানেল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয় লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.