Site icon Daily Dhaka Press

ডেঙ্গুর প্রকোপ : মুত্যু ১ , হাসপাতালে ভর্তি ৩০ -স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন তিনি। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে আটজনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ৩০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১৯ জন ভর্তি হয়েছেন।

চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৫৮ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা গেছেন গত বছর। আর ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০২২ সালে শীত মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি।

Exit mobile version