Site icon Daily Dhaka Press

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আজকে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর ৩ ঘণ্টা আগে সকাল ৬টায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের পর্যেবক্ষক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন পর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার একই তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত কয়েকদিন থেকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় সূর্যের দেখা যায়নি। শহর ও গ্রাম এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর গ্রাম ও সমতলের চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা।

 

ডেইলি ঢাকা প্রেস/আরআর

Exit mobile version