Site icon Daily Dhaka Press

ধুনটে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার

 এম, এ রাশেদ : বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ই জানুয়ারি) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ী গ্রামের যমুনা নদীর তীর থেকে চালের বস্তা উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকাযোগে পালিয়ে যায়। ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, সরকারি চালগুলো নদী পথে ধুনটের ভান্ডারবাড়ী যমুনা নদীর পাড়ে নিয়ে আসা হয়।

এতে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে সেখানে পৌঁছানোর আগেই নৌকাযোগে তারা পালিয়ে যায়। চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৪০ বস্তা চাল ছিল।

তবে স্থানীয়রা জানিয়েছেন চালগুলো পাশ^বর্তী কাজীপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে।

Exit mobile version