Site icon Daily Dhaka Press

এভারেস্টে উঠছে চার বছরের শিশু

মাত্র ৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টে আরোহণ শুরু করে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে শিশু জারা। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৯ ফুট।

ব্রিটেনের সংবাদমাধ্যম মেট্রোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে ১৭ হাজার ৫৯৮ ফুট উঁচুতে একটি বেস ক্যাম্পে রয়েছে জারা জেড। এভারেস্টে এর আগে সবচেয়ে কম বয়সে আরোহণের রেকর্ডটি ছিল প্রিশা লোকেশ নিকাজুর।

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বাসিন্দা ও মেয়ে শিশু প্রিশা ২০২৩ সালে মাত্র ৫ বছর বছর বয়সে এভারেস্টে উঠেছিল। সাশার বয়স এখন ৪ বছর ৫ মাস। তাদের অভিযান সফল হলে আর কিছু দিনের মধ্যেই সবচেয়ে কম বয়সে এভারেস্টে ওঠার রেকর্ডটি তার হয়ে যাবে। চেক প্রজাতন্ত্র ও কানাডার যৌথ নাগরিক জারা অবশ্য একা এই অভিযানে যায়নি।

বাবা ইফরা জেড এবং ৭ বছর বয়সি ভাই সাশা জেডও রয়েছে তার সঙ্গে। মাউন্ট এভারেস্টে সারা বছরই ঠান্ডা আবহাওয়া থাকে এবং শীতকালে তা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। তবে তীব্র ঠান্ডায় জারার কোনো সমস্যা হচ্ছে না বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে তার বড় ভাই সাশা। পোস্টে সাশা বলেছে, ‘ছোট্ট জারা গরম পানিতে গোসল করতে পছন্দ করে না। বরং গোসলের সময় ঠান্ডা পানির সঙ্গে তার বরফ কিউব চাই।

তার শারীরিক অবস্থা খুবই ভালো। এমনকি আমাদের দলের অন্যান্য ট্র্যাকারের চেয়েও ভালো। এই ঠান্ডায় তার কোনো সমস্যা হচ্ছে না।’ চেক রিপাবলিক ও কানাডার যৌথ নাগরিক হলেও সাশা ও জারার জন্ম এবং বেড়ে ওঠা মালয়েশিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করে তাদের পরিবার।

তাদের বাবা ইফরা জেড ইনস্টাগ্রামে জানিয়েছেন, পুরোপুরি হাঁটতে শেখার পর জারা প্রতিদিন ৫ থেকে ১০ কিলোমিটার হাঁটতো। ২০২৩ সালের গোটা বছর সে ২ হাজার ২০০ কিলোমিটার হেঁটেছে। ৪ বছর ৫ মাস বয়সি জারা তিনটি ভাষায় কথা বলতে পারেÑ চেক, চীনা এবং ইংরেজি।

 

ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৭ জানুয়ারি, ২০২৪

Exit mobile version