Site icon Daily Dhaka Press

ব্রাহ্মণবাড়িয়া স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর কারাদণ্ড

মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় ছাত্তার মিয়া (৫০) নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এক সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রায় দেন। এ সময় আসামি ছাত্তার আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ছাত্তার জেলা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন চার সন্তানের জননী জোসনা বেগম নামে এক নারী। জোসনা ছিলেন একই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী ও আব্দুল মন্নাফের মেয়ে।

Exit mobile version