আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রগামী জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) যাত্রীবাহী একটি বিমানে মাঝরাতে এক নারী ক্রুকে মাতাল যাত্রী কামড়ে দিয়েছেন। এই ঘটনার পর গতিপথ পরিবর্তন করে জাপানের রাজধানী টোকিওতে ফিরেছে যুক্তরাষ্ট্রগামী ওই বিমান। বুধবার জাপানি বিমান সংস্থার একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
অল নিপ্পন এয়ারওয়েজের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিমানের নারী ক্রুকে কামড় দেওয়া যাত্রী ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক। অত্যন্ত মাতাল অবস্থায় বিমানের নারী ক্রুর কাঁধে তার দাঁত বসিয়ে দিয়েছেন। এতে বিমানের ক্রু হালকা জখম হয়েছেন।
এএনএ বলছে, এই ঘটনার পর ১৫৯ জন যাত্রীকে বহনকারী ওই বিমানের পাইলটরা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে হানেদা বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছেন। পরে সেখানে বিমানবন্দর পুলিশের কাছে মাতাল যাত্রীকে হস্তান্তর করা হয়েছে।
জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস বলেছে, বিমানের ক্রুর সাথে করা আচরণের কোনও কিছুই মনে করতে পারছেন না ওই যাত্রী। বিমানের এক যাত্রী তদন্তকারী কর্মকর্তাদের এই তথ্য জানিয়েছেন। অনেকেই বিমানের ক্রুর সাথে ওই যাত্রীর আচরণকে কিছু ভৌতিক সিনেমার চরিত্রের সাথে তুলনা করেছেন। আবার অনেকে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাস্যরসও করছেন।
তবে চলতি বছরের গত কয়েক দিনে জাপানের বিমান চলাচলের ক্ষেত্রে কয়েকটি ঘটনা নিয়েও কেউ কেউ আলোচনা করছেন। গত দুই সপ্তাহে জাপানের বিমান সংস্থাগুলো অন্তত চারটি ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।
গত ২ জানুয়ারি হানেদা বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। ওই দিন বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সংঘর্ষ হয়। পরে পুরো বিমানে আগুন ধরে যায়। জাপান এয়ারলাইন্সের বিমানের ৩৭৯ আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে এলেও উপকূলরক্ষী বাহিনীর বিমানের ছয় আরোহীর পাঁচজনই পুড়ে মারা যান।
এরপর গত মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের বিমানবন্দরে কোরিয়ান এয়ারের একটি বিমানের পাখা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে আঘাত করে। তবে এতে কোরিয়ান এয়ারের বিমানের কোনও যাত্রী আহত হননি।
এ ছাড়া গত রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে ডেল্টা এয়ার লাইন্সের একটি বিমানের সাথে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) বিমানের দুর্ঘটনা ঘটে। জাপানের এই বিমান সংস্থা এএফপিকে বলেছে, এই ঘটনায় কেউ আহত হননি।