খুলনা: গুড়ি গুড়ি বৃষ্টি আর প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে খুলনার জনজীবন। গত কয়েক দিনের তীব্র শীতের পর সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। অফিস সময়ে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস।
জানা যায়, গত কয়েকদিন খুলনার তাপমাত্রা ১১ থেকে ১২.৯ এর মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনার আভাসও দিয়েছিল দপ্তরটি।
সকালে নগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, তীব্র শীতের কারণে সড়কগুলোতে জনসাধারণের পাশাপাশি যানবাহনের সংখ্যাও কম। স্কুল কলেজগামী ছাড়া ছাত্রদেরও বাইরে বের হতে দেখা যায়নি। শীতের মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় বেকায়দায় পড়েছেন রিকশাচালকরাও।
নগরীর সেন্ট্রাল রোডের মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক ইমরান বলেন, শীতের কারণে এমনিতেই যাত্রী কম, তার উপর বৃষ্টির কারণে রাস্তা একেবারে ফাঁকা হয়ে গেছে।
নগরীর টুটপাড়া মেইন রোডের চায়ের দোকানি বেলাল বলেন, শীতের মধ্যেও বেচাকেনা মোটামুটি হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে দোকান একেবারে ফাঁকা। চা পান করতে আসছে না কেউ।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবীদ মো. আমিরুল আজাদ বলেন, আজ খুলনার তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে তাপমাত্রা একটু কমতে পারে।
তিনি আরও বলেন, উত্তরের বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা আরও অনুভূত হতে পারে।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.