ঢাকা: রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদুল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া আব্দুল জলিল জানান, জাহিদুল তেজগাঁও শিল্প এলাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ঢামেক হাসপাতালে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. মহিউদ্দিনের সন্তান।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.