Site icon Daily Dhaka Press

গফরগাঁওয়ে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

রায়হান আহমেদ, ময়মনসিংহ
১৬ জানুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখে গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশি গ্রামে ০৩ (তিন) টি ড্রাম চিমনি ইটভাটায়( মেসার্স বিএসবি ব্রিকস , মেসার্স এইচ এস বি ব্রিকস, মেসার্স এম এস বি ব্রিকস) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

উক্ত তিনটি অবৈধ ইটভাটা কে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্ত ময়মনসিংহ বিভাগের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মনসুর এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মেজ-বাবুল আলম উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্টে ময়মনসিংহ পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ নিরাপত্তা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

Exit mobile version