Site icon Daily Dhaka Press

তারাকান্দা থানার অভিযানে মাদকব্যবসায়ী গ্রেফতার

রায়হান আহমেদ, ময়মনসিংহ ১৭/০১/২০২৪ তারিখ তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর দিক নির্দেশনায় এস.আই শামিম, এএসআই রুবেল, এএসআই মামুন ৫১০ গ্রাম গাজা সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী মো: আ: সালাম(৫৪) পিতা মৃত সোলেমান শেখ সাং-চর আনন্দপুর, কোতোয়ালি, ময়মনসিংহ গ্রেফতার করে।

ওসি ওয়াজেদ আলী জানান আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়েছে।
এছাড়া এএসআই নজরুল সংগীয় ফোর্স সহ ফরিদা খাতুন (৪৫) স্বামী- মোফাজ্জল হোসেন, সাং- কানুহারী, তারাকান্দা নামীয় একটি জি.আর পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ও অন্যান্য অফিসার ০৩ টি ওয়ারেন্ট বিভিন্ন ভাবে খারিজ করা হয়।

Exit mobile version