Site icon Daily Dhaka Press

ইরানে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক: নিজ ভূখণ্ডে হামলার জবাবে এবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যম খবর থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাকিস্তান ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী।

ইরানি সংবাদমাধ্যম গুলো বলছে, সীমান্তবর্তী শহর সারাভানে পাকিস্তানি হামলায় তিন নারী এবং চার শিশু নিহত হয়েছে। খবর বিবিসি।

এরআগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ইরানি হামলায় দুই শিশু নিহত হয়। এই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল।

চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দেশটি।

এর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানে কথিত ‘সন্ত্রাসী আস্তানাগুলোতে’ পাল্টা হামলা চালালো পাকিস্তান।

 

ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪

Exit mobile version