ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪
রাঙামাটি: শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। রাঙামাটিতে এবার ঠান্ডাজনিত রোগের তেমন প্রকোপ না থাকলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রাঙামাটি সদর হাসপতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
প্রতি বছর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হতো। যাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। অনেক সময় হাসপাতালে বেড পেতে বেগ পেতে হতো। সেখানে এবারের শীতে ভিন্ন চিত্র দেখা গেছে।
হাসপাতালের চিকিৎসকরা বলছেন, রাঙামাটিতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ এখন কম থাকায় শিশু রোগী নেই বললেই চলে।
রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানানো হয়, রাঙামাটিতে নারী-পুরুষ এবং শিশু মিলে ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মেডিসিন পুরুষ বিভাগে ২৯ জন, মেডিসিন নারী বিভাগে ৩১ জন, সার্জারি পুরুষ বিভাগে ১৭ জন, সার্জারি নারী বিভাগে ১৫ জন, গাইনি বিভাগে ১৩ জন এবং ২২টি শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ২২ শিশুর মধ্যে ১০ জনই ডায়রিয়ায় আক্রান্ত।
সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই বলেন, ঠান্ডাজনিত রোগী নেই। তবে ডায়রিয়ার আক্রান্ত হয়ে অনেক শিশু ভর্তি হয়েছে।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.