নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন এর সভাপতি হিসেবে আবারো মোহাম্মদ ইকবাল মাহমুদ ও জেনারেল সেক্রেটারী, হিসেবে ইমরুল হোসেন ইমন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আউটবাউন্ড টুর অপারেটরস্ এসোসিয়েশন (বোটোয়া) নির্বাচন ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ ২০২৩-২০২৫ মেয়াদে ২ (দুই) বৎসর মেয়াদী ১১ জনের পরিচালক পর্ষদে নবনির্বাচিত- মোহাম্মাদ ইকবাল মাহমুদ (সভাপতি), স্বদেশ ট্রাভেলস, মোঃ ইফতেখার আলম ভূঁইয়া (সিনিয়র সহ- সভাপতি), নিউ ডিসকভারী টুরস্ এন্ড লজিস্টিক, মোঃ আবুল কালাম আজাদ (সহ-সভাপতি), ট্রাভেল হোমস্, ইমরুল হোসেন ইমন (সাধারণ সম্পাদক), ক্রিয়েটিভ ট্যুরস এন্ড ট্রাভেলস্।
এছাড়া ১১ সদস্যের পরিচালনা পর্ষদে অন্যদের মধ্যে নির্বাচিত আরোও ৭ জন পরিচালক হলেন, ফজলে আবীর হাসান (পরিচালক- অর্থ / ফাইন্যান্স), ভারসেটাইল রিসোর্স টিকেটিং এন্ড টুরিজম, মোঃ রেজাউল হাকিম (পরিচালক- ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার), মাউন্টেন ক্লাব ট্যুরস্, এ কে এম কামরুজ্জামান (পরিচালক- ট্রেড এন্ড ফেয়ার), ট্রাভেল ট্রিপ বিডি, মোঃ বোরহান উদ্দিন (পরিচালক- পাবলিক রিলেশান) গ্রিন হলিডেজ ট্যুরস্, মুহাম্মদ আতাউর রহমান (পরিচালক- মিডিয়া এন্ড পাবলিকেশান), এক্সপ্লোর হলিডেস লিঃ, শাখাওয়াত হোসেন জুয়েল (পরিচালক- লিগ্যাল অ্যাফেয়ার্স), মাকাজো ট্রাভেল এন্ড ট্যুরস্, ও মাহবুব এ মাওলা (পরিচালক- ট্রেনিং এন্ড এডুকেশান), ট্রাভেল ডেসটিনো।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন (বোটোয়া) এর ২০২৩-২০২৫ মেয়াদে ২ (দুই) বছর মেয়াদী ১১টি পরিচালক পদের জন্য নির্বাচিত পরিচালকবৃন্দের সমন্বয়ে বোটোয়ার পরিচালনা বোর্ড গঠন করা হলো। বোটোয়ার নির্বাচিত কমিটি পর্যটন শিল্পের মাধ্যমে টেকসই বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.