Site icon Daily Dhaka Press

জাবিতে প্রথম বর্ষের সশরীর ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সশরীর ক্লাস আগামী ১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের হল বন্টনের প্রজ্ঞাপন ৩১ জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইট (academic.juniv.edu) ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, আগামী ২৪-২৫ জানুয়ারির মধ্যে নতুন হল দুটি খুলে দেওয়া হবে। তার আগে হলে আবাসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নতুন হলে ৪৮ তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা আসন বরাদ্দ পাবে।

এর আগে. গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়।

Exit mobile version