প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জের খরমপট্টির সালমান টাওয়ারে আগুন
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শহরের খরমপট্টি এলাকায় সালমান টাওয়ার ৬ ষ্ট তালা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভবনটিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খরমপটি সালমান টাওয়ার ৬ ষ্ট তলায় আগুন লাগে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান সালমান টাওয়ারে ৬ তলা তলায় ইলেকট্রনিক সটসারকিট হতে আগুল লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি মিডিয়াকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ হাজার টাকা ধারণা করা যাচ্ছে ।