প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাসে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯১০ জন এবং শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যু হয়েছে ২ জনের।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মোহাম্মদ শামছুল আলম এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৬৬ জন ভর্তি হয়েছে।
এদিকে কিশোরগঞ্জে টানা ১০ দিন ধরে সূর্যের মুখ দেখা না মিললেও আজ বৃহস্পতিবার থেকে সূর্যের মুখ দেখা গেছে। কিশোরগঞ্জের বৃহস্পতিবার সকালে নিকলী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.