আন্তর্জাতিক ডেস্ক:
কথা হচ্ছে, হিম্বা উপজাতির। বর্তমানে এই উপজাতির আওতায় রয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
এ এক অবিশ্বাস্য সংস্কৃতি। যা শুনে স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে এমনটা চলতে দেওয়া যায়না। কিন্তু এক জনজাতিতে এমনটাই প্রাচীন রীতি। নামিবিয়ায় হিম্বা নামে এক জনজাতি রয়েছে। এরা নিজেদের প্রাচীন রীতি পোশাক সবই ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
কথা হচ্ছে, হিম্বা উপজাতির। বর্তমানে এই উপজাতির আওতায় রয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। কিন্তু আজও এই উপজাতির কিছু নিয়মকানুন আছে, যা জানলে অধিকাংশ মানুষই চমকে উঠবে। আসলে এই উপজাতির নিয়ম অনুযায়ী, স্নান করা এখানে কঠোর ভাবে নিষিদ্ধ।
এই জনজাতিতে কোনও মহিলার বিয়ে স্থির করেন তাঁর বাবা। তিনি ওই জনজাতিরই যে পুরুষের সঙ্গে মেয়ের বিয়ে দেন সেটা ওই নারীকে মেনে নিতে হয়।
বিয়ের পর আবার আরও বড় জটিলতা। এই জনজাতির প্রাচীন রীতি হল এখানে কারও বাড়িতে কোনও অতিথি এলে যদি গৃহকর্তা তাঁকে বাড়িতে থাকতে দেন, তাহলে তাঁর আতিথেয়তায় ত্রুটি রাখেন না।
আবার রাতে যখন স্ত্রী অতিথির ঘরে ঢুকে যান, তখন অন্য ঘরে বা ঘর না থাকলে বাইরে রাত কাটান স্বামী। এটা মেনে নেওয়ার অযোগ্য হলেও হিম্বা জনজাতির প্রাচীন সংস্কৃতির অংশ এটা।
তবে এমনও হয় যে ওই মহিলা অতিথির সঙ্গে মিলনে নাও রাজি হতে পারেন। সেক্ষেত্রে শারীরিক স্পর্শ না হলেও তাঁকে অতিথির ঘরে রাত কাটাতেই হবে। এটাই এখানকার প্রাচীন রীতি। যা মেনে চলেছে এ জনজাতির প্রজন্মের পর প্রজন্ম।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.