বগুড়া প্রতিনিধি: শহরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৩শ’ পিস ইয়াবাসহ দ্ইু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার ডিবি পুলিশ তাদেরকে ই্য়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদকক ব্যবসায়ীরা হলো, বগুড়া শহরের নিশিন্দারা পূর্ব খা পাড়া এলাকার মৃত বাবলু শেখ এর ছেলে শাহিদ শেখ (৩২) ও শহরের বাদুরতলা মধ্যপাড়া এলাকার বাবলু সিকদারের ছেলে সোর্স সঞ্জু সিকদার ওরফে টুপি সঞ্জু (৪৫)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার একটি অভিযানিক দল বুধবার শহরের স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি শাহিদ শেখ ও সঞ্জু সিকদারকে আটক করে তাদের দেহ তল্লাশী চালানো হয়।
এ সময় শাহিদ শেখ এর প্যান্টের পকেট থেকে ২শ’ পিস এবং অপর মাদক কারবারির কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।