Site icon Daily Dhaka Press

রামগড়ে শীতার্তদের মাঝে ৪৩ বিজিবির সহায়তা

রায়হান আহমেদ,  খাগড়াছড়ি প্রতিনিধি : নিম্ন আয়ের মানুষ তীব্রতায় শীতে যেন জীবন যুদ্ধে হার মানতে বসেছে । তাদের একটু স্বস্তি দিতে খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রামগড় ৪৩ ব্যাটালিয়নের বিজিবি।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি ২০২৪) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ার ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির মেডিকেল অফিসার ডাক্তার ক্যাপ্টেন নুর হোসেন এসময় তিনি বলেন, সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি বিজিবির এই মানবিক কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় কম্বল হাতে পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে।

Exit mobile version