Site icon Daily Dhaka Press

চুয়েটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়ে অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়ে অংশীজনদের সাথে সভা গতকাল ১৮ জানুয়ারি, ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

চুয়েট এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত উক্ত সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া।

স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী।

চুয়েট এর একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা, শুদ্ধাচার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সভা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন আইকিউএসি-এর সেকশন অফিসার জনাব মো: ইমরান হোসেন।

Exit mobile version