
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ
নবীনগরে অটোচালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া থেকে মো: মাফুকুর রহমান জ্যাকি : জেলার নবীনগরে বিলের জমি থেকে সাদ্দাম হোসেন (২৭) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নবীনগর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজল কান্তি জানান, সাদ্দাম গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হন।
এরপর তার কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে বিলের জমিতে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.