Site icon Daily Dhaka Press

ছেলের মৃত্যুর  ১ ঘণ্টা পর মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া থেকে মাফুকুর রহমান জ্যাকি :  ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মমতাময়ী মাও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। 
বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগম (৬৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়ার হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার সকালে তার হার্টঅ্যাটাক হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যায়। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Exit mobile version