ইবি প্রতিনিধি : " থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত" এই শ্লোগানকে সামনে রেখে অসহায়, বঞ্চিত শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পথশিশু নিয়ে কাজ করা সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সি আর সি)।
শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি'র উদ্যোগে ক্যাম্পাসের ডায়না চত্বরে শতাধিক শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এ সময় বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জেরিন আক্তার উর্মি, ইমদাদুল হক, সুরাইয়া ইয়াসমিন, সাইন্স ক্লাবের সভাপতি নাঈম, সহ-সভাপতি হাসিবুর রহমান, তারুণ্যের সাধারণ সম্পাদক প্রত্যয়, সংগঠনটির সাবেক সভাপতি রনি শাহা ও সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সহ সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা তিনটা ধাপে এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম ধাপ ছিল ত্রিবেণী বাজার , দ্বিতীয় ধাপ বেদ্-পল্লী পরিবার এবং তৃতীয় ধাপ ক্যাম্পাসের পথশিশু, ভ্যান চালক ও হল ডাইনিং-এর রাঁধুনি(খালা) মধ্যে শীতবস্ত্র বিতরণ। মূলত নিজস্ব অর্থায়নে আমরা ক্যাম্পাসের পাশে শান্তিডাঙ্গায় ত্রিশ জনের অধিক শিশুদেরকে নিয়ে গড়া স্কুলে সাপ্তাহিক ৬ দিন ফ্রি নার্সিং করে থাকি। তাছাড়াও সাপ্তাহিক ২দিন ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।
সি.আর.সির সভাপতি শহীদ কাওসার বলেন, গত মাসের ১৮ তারিখ থেকে দীর্ঘ এক মাস আমাদের ফান্ড কালেকশন ও কার্যক্রম চলছে। মূলত আমাদের কার্যক্রম শিশুদেরকে নিয়ে। অনেকে শীতবস্ত্রের অভাবে স্কুলে যেতে পারতেছে না, দৈনিন্দন জীবন কাটাতে কষ্ট হচ্ছে তাদের জন্য এ আয়োজন। এদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সর্বোপরি সিআরসি'র সদস্যরা এবং অনেকেই স্ব-প্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে 'কাম ফর রোড চাইল্ড' নামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.