আন্তর্জাতিক ডেস্ক : মাঝ-আকাশে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এটলাস এয়ারের একটি বোয়িং কার্গো বিমান। দেশটির মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ওই বিমানে আগুন ধরে যায়।
এটলাস এয়ারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ক্রুরা সব ধরনের মানসম্মত পদ্ধতি অনুসরণ করে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এটলাস এয়ার।
সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঝ-আকাশে থাকাকালীন বিমানটির বাম পাশের পাখা থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে।
বিমান চলাচলের তথ্য সংরক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার বলছে, এটলাস এয়ারের বোয়িং ৭৪৭-৮ বিমানে ওই দুর্ঘটনা ঘটেছে। বোয়িংয়ের ৭৪৭-৮ বিমানটি চারটি জেনারেল ইলেকট্রিক জিইএনএস ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়।
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মিয়ামির ফায়ার সার্ভিস বিভাগ বিমানের আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এই ঘটনায় কোনও হতাততের খবর পাওয়া যায়নি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.