চট্টগ্রাম ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপির সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়।
আজ ২০ জানুয়ারি (শনিবার) সকালে শিক্ষামন্ত্রীর চট্টগ্রামস্থ চশমা হিলের বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে চুয়েটের ভাইস চ্যান্সেলর মাননীয় শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক চিত্র সম্পর্কে অবহিত করেন এবং চুয়েটের চলমান অগ্রগতি ও শিক্ষা-গবেষণার সার্বিক বিষয়ে পূর্বের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মন্ত্রীর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
এ সময় চুয়েট পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
পরে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ চট্টলবীর মরহুম এ.বি.এম. মহিউদ্দীন চৌধুরীর পত্মী ও বিশিষ্ট নারীনেত্রী বেগম হাসিনা মহিউদ্দিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.