নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর তোপখানা রোডে একটি বহুতল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে তোপখানা রোডের 'মেহেরবা প্লাজায়' আগুন লাগার খবর আসে।
“১৬ তলা ভবনের ১৫ তলায় আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।“
সেখানে ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ এবং একজন নারীকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি শাহজাহান শিকদার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.