ধামরাই ( ঢাকা) প্রতিনিধি:
উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রায় অর্ধসহস্রাধিক হিতৈষী গন্যমান্য ও সাধারণ ব্যক্তিদের নিয়ে মতবিনিময় করেছেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ।
প্রাথমিকভাবে সকলের মতামতের ভিত্তিতে আব্দুল লতিফ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে উপস্থিত সকলের মাঝে নিজের মত প্রকাশ করেন।
শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের নিজ বাসভবনে এই মতবিনিময় সভা করেন আব্দুল লতিফ ।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ বলেন, আপনারা আমার অভিভাবক। আপনাদের দোয়ায় আমি এ পর্যন্ত এসেছি। আপনারা যদি আমাকে সমর্থন করেন এবং সাথে থাকেন তাহলে আমি নির্বাচন করবো। আপনারা যা ভালো মনে করবেন তার সাথে আমি আছি।
তিনি আরো বলেন, আমি কারো কাছ থেকে হাত পেতে কিছু নেই না। আমার যা আছে সামর্থ্য অনুয়ায়ী তা দিয়েই দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি।
জানা যায়, গত বছর শীতে আব্দুল লতিফ ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কয়েক হাজার শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেছেন।
নির্বাচনকে সামনে রেখে এবারও প্রায় দেড় কোটি টাকা খরচ করে ৪০ হাজার কম্বল ও ৫ হাজার চাদর ধামরাই পৌর সভাসহ উপজেলার প্রতিটি গ্রামে খেটে খাওয়া দরিদ্র মানুষে বিতরণ করবেন বলে প্রস্তুতি চলছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শামসুল হক, আব্দুর রহমান মেম্বারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভা শেষে সকলকে প্রীতিভোজ করান এবং উপস্থিত সকলকে শীতবস্ত্র হিসেবে একটি করে ইন্ডিয়ান শাল ( চাদর) উপহার দেন।