Site icon Daily Dhaka Press

পানেরছড়া রেঞ্জে বনভূমি রক্ষায় অভিযান অব্যাহত

ডেস্ক রিপোর্ট: গেল ১৮ জানুয়ারি দৈনিক সকালের কক্সবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তীব্র প্রতিবাদ ও অপসংবাদিকতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত জানান , পত্রিকায় প্রকাশের দিনই সকাল ১০ টায় সহকারী বন সংরক্ষক সদর কক্সবাজার দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নেতৃত্বে চাইল্যাতলী এলাকায় সাহাবুদ্দিন পয়েন্টে অভিযানে যাই এবং পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা করে স্থাপিত টিনের বেড়া, টিউবলের স্থাপনা ভেঙে ফেলা হয় এবং বন অপরাধে ব্যবহৃত একটি কোদাল একটি বেলচা দুইটি বাঁশের টুকরি ও ছয় ফুট লম্বা দশটি ঢেউটিন আলামত হিসেবে জব্দ করা হয়৷ এছাড়া ৬৪ ঘনফুট বালি জব্দ করা হয়েছে।

ঘটনায় জড়িত আসামি ১। আব্দুল মান্নান (৪৮) পিতা হোসেন আলী ২। সৈয়দ আকবর (৫০) পিতা মৃত আমির আলী ৩। জসিম উদ্দিন (৩২) পিতা মৃত শওকত আলি সর্বসাং চাইল্যাতলী বারিয়াপাড়া ৬ নং ওয়ার্ড দক্ষিণ মিঠাছড়ি, রামু ,কক্সবাজার গণের বিরুদ্ধে বন বিভাগের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কক্সবাজার জেলা বন আদালতে পি, ও,আর বন মামলা দায়ের করা হয়েছে ।

এছাড়াও ইতিপূর্বে যখনই অপরাধ সংঘটিত হয়েছে তখনই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছি । পানেরছড়া রেঞ্জে বর্তমানে টহল কার্যক্রম খুবই জোরদার করা হয়েছে রেঞ্জ ও বিটের নিয়ন্ত্রণাধীন এলাকায় যেকোনো অপরাধ দমনে সর্বদা জাগ্রত ও নির্ভীক বন সৈনিকগণ উপজেলা প্রশাসন, বিশিষ্ট টহল দল কক্সবাজার এবং স্থানীয় জনগোষ্ঠীকে বন রক্ষায় সম্পৃক্ত করে বন ও বনভূমি রক্ষায় সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছি৷

Exit mobile version