কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ৫২তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রোকন উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর আলী ও ক্রীড়া শিক্ষক এম. আব্দুল্লাহ প্রমুখ।
প্রতিযোগিতায় বালক ছোট বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের ইয়াছিন মিয়া। বালক মধ্যম বিভাগের ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় তাজমল খান উচ্চ বিদ্যালয়ের ইয়াছিন মাহমুদ। বালক বড় বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ মডেল বয়েজ হাই স্কুলের হুমায়ুন জাহাঙ্গীর।
বালিকা মধ্যম বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের অপূর্ব আক্তার জান্নাত। বালিকা বড় বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের জিন্নাত। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।